পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হলেও অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। দু’জনের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’