আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মুনতাসির মামুন মনি। এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন:
মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ (২) ধারা মোতাবেক প্রণীত শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮ (১) বিধি লঙ্ঘনের দায়ে চারটি যানবাহনকে দশ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। সেইসঙ্গে দশটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।