জুলাই অভ্যুত্থানে আহত গাজী সালাউদ্দিন পেলেন পুনর্বাসন সহায়তা

নারায়ণগঞ্জ
সহায়তা দেয়ার সময়
এখন জনপদে
3

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসচ্ছল এক জুলাই যোদ্ধাকে সহায়তার মাধ্যমে একটি দোকান হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত গাজী সালাউদ্দিনকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়ার সময় সালাউদ্দিন চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এতে তার ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং বাম চোখের দৃষ্টিশক্তিও আংশিক ক্ষীণ হয়ে পড়ে। এ অবস্থায় চিকিৎসা ও পরিবারের খরচ বহন করতে গিয়ে তিনি পূর্বের ব্যবসার মূলধন হারান এবং দীর্ঘদিন বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করতে থাকেন।

গাজী সালাউদ্দিনের শারীরিক দুরবস্থা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করে ফাউন্ডেশন তাকে পুনর্বাসন বাবদ একটি মুদি দোকান করে দিয়েছে। দোকানটির নাম রাখা হয়েছে ‘ওয়াজিহা স্টোর’, যা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজারের ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুলাহ আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সাবেক সদস্য সচিব জাবেদ আলম।

জুলাই শহিদস্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লে. কর্নেল কামাল আকবর জানান, দেশের জন্য জীবনের-ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর গাজী সালাউদ্দিনের মতো সাহসী মানুষদের পুনর্বাসন করতে পারা তাদের জন্য গর্বের বিষয়।

সেজু