নারায়ণগঞ্জে ফুড কারখানায় আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ
কারখানায় আগুন ও দমকল কর্মীরা
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসমাইল ফুড কারখানার গ্লোব এডিবল অয়েল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকার কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতর আগুন জ্বলতে দেখে শ্রমিকরা প্রথমে নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এ ঘটনায় কারখানার মেশিনারিজ ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

এএইচ