শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোরে মানববন্ধন
এখন জনপদে
1

মূল বেতনের ২০ ভাগ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং হামলাকারী পুলিশদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আপনারা দেখেছেন ঢাকায় কীভাবে শিক্ষকদের রক্তাক্ত করা হয়েছে, হাতে হাতকড়া পরিয়ে টেনে হিচঁড়ে নেওয়া হয়েছে। জাতির কারিগর শিক্ষকরা কোনো সন্ত্রাসী নয়, কোনো ঘুষখোর নয়, যে এভাবে অপমান-অপদস্থ করতে হবে। ন্যায্য দাবির জন্য কথা বললেই কি শিক্ষকদের রক্তাক্ত করতে হবে?’

বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


এএইচ