কিশোরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এখন জনপদে
0

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা তিনজনই সম্পর্কে চাচাতো ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) সন্ধ্যায় তিন শিশু খালের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ তারা পানিতে পড়ে যায়। আশপাশে থাকা লোকজন দ্রুত তাদের উদ্ধারে ছুটে আসে। তবে মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে খোঁজাখুঁজির কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা নাজমুল হাসান সানিলের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনজনেরই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’

স্থানীয়রা জানান, খালটির পাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত এলাকাটিতে শিশুদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এসএইচ