ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া
মরদেহ
এখন জনপদে
3

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ৭ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন:

পথিমধ্যে সরাইলের বড্ডাপাড়া এলাকার সরাইল-নাসিরনগর সড়কের আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রী নিহত হন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সেজু