মেহেরপুরে বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

মেহেরপুরে বিআরটিসি বাস ধাক্কা দিয়েছে পথচারিকে
এখন জনপদে
1

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে বিআরটিসি বাসের ধাক্কায় সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (রোববার, ৯ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিক বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। সকালে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসএইচ