গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

কারখানার আগুন ও ধোয়ার কুণ্ডলী
এখন জনপদে
0

গাজীপুরে বাঘের বাজার এলাকায় একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৯টি ইউনিট কাজ করছে। তবে সব ইউনিট এখনো ঘটনাস্থলে পৌঁছায় নি। আজ (বুধবার, ১৯ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

কারখানায় কী কারণে আগুন লেগেছে বা কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আগুন নেভানো পর তদন্ত সাপেক্ষে এ তথ্য জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১টার কিছুক্ষণ আগে আগুনের সূত্রপাত হয়। ধোয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

আরও পড়ুন:

প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও ৭ টি ইউনিট।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের বাসা বাড়িতেও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

এএইচ