মানিকগঞ্জে কবর খুঁড়ে কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মানিকগঞ্জ
মানিকগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান
এখন জনপদে
0

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কয়েক রাত ধরেই কবরস্থানটিতে অজ্ঞাত ব্যক্তিরা কবরের মাটি খুঁড়ে পাঁচটি কঙ্কাল নিয়ে গেছে বলে তাদের ধারণা। এ ঘটনায় তারা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ধানকোড়া কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. বুকল মিয়া জানান, ‘ঘটনাটি জানার পর সকালে থানায় ওসি মহোদয়কে বিষয়টি অবহিত করি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিন তদন্ত করেছে।’

আরও পড়ুন:

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘কবরস্থানের একাধিক কবরের মাটি খুঁড়ে রাখা দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

এফএস