হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ফেনী সীমান্তে চেকপোস্ট-তল্লাশি

ফেনীতে বিজিবির তল্লাশি
এখন জনপদে
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত আসামিদের আটক করতে ফেনী সীমান্তে বিজিবি-পুলিশের তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।

আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত এলাকায় তল্লাশি কার্যক্রম ও টহল বৃদ্ধি করেছে।

একই সঙ্গে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।

শুক্রবার রাত থেকে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চবিদ্যালয় এলাকা ও আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ এলাকা, ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট ও শুভপুর সেতু এলাকা এবং ফুলগাজী উপজেলার আমজাদের হাট এলাকায়ও টহল জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর কেন্দ্রীয় নির্দেশনায় সীমান্ত এলাকায় অবৈধভাবে পারাপার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে আসামিরা পালাতে না পারেন। অনুপ্রবেশ বা সীমান্ত–সংক্রান্ত কোনো অপরাধমূলক তথ্য পেলে দ্রুত বিজিবি বা পুলিশকে জানাতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।’

প্রসঙ্গত, শরিফ ওসমান বিন হাদির ওপর শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এএইচ