ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সকালের দিকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ নামে একটি লঞ্চ জান্নাতি নামে বালু ভর্তি বাল্কহেডের পিছনের সাইডে ধাক্কা দেয়। এতে লঞ্চটি বাল্কহেডের উপড়ে উঠে যায়। তখন লঞ্চটি পিছনের দিকে চালিয়ে বাল্কহেডের ওপর থেকে সরিয়ে নেয়।
আরও পড়ুন:
এরপর বাল্কহেডটি দ্রুত ডুবে যায়। এসময় বাল্কহেডে থাকা চালক শ্রমিকরা লাফিয়ে নদীতে পড়ে সাঁতরিয়ে তীরে ওঠে বলে জানান তিনি।
জাহাঙ্গীর হোসেন বলেন, ‘লঞ্চটিকে আটক করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বালুবোঝাই বাল্কহেডটিতে পাঁচজন লোক ছিল। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’





