নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জ
লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে গেছে
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ফতুল্লার লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সকালের দিকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ নামে একটি লঞ্চ জান্নাতি নামে বালু ভর্তি বাল্কহেডের পিছনের সাইডে ধাক্কা দেয়। এতে লঞ্চটি বাল্কহেডের উপড়ে উঠে যায়। তখন লঞ্চটি পিছনের দিকে চালিয়ে বাল্কহেডের ওপর থেকে সরিয়ে নেয়।

আরও পড়ুন:

এরপর বাল্কহেডটি দ্রুত ডুবে যায়। এসময় বাল্কহেডে থাকা চালক শ্রমিকরা লাফিয়ে নদীতে পড়ে সাঁতরিয়ে তীরে ওঠে বলে জানান তিনি।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘লঞ্চটিকে আটক করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বালুবোঝাই বাল্কহেডটিতে পাঁচজন লোক ছিল। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএস