নারায়ণগঞ্জে ফেরি দুর্ঘটনা: ট্রাকসহ পাঁচ যানবাহন ডুবি, নিহত ৩

নারায়ণগঞ্জ
বক্তাবলি ফেরিঘাট
এখন জনপদে
0

নারায়ণগঞ্জে সদর উপজেলার বক্তাবলি এলাকায় একটি ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গেছে ট্রাকসহ ৫টি যানবাহন। গতকাল (শনিবার, ২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেরিটি বক্তাবলি ঘাট থেকে নরসিংপুর ঘাটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় পানিতে পড়ে গেলে ২ জনের মৃত্যু হয়। আর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজজন।

আরও পড়ুন:

পুলিশ জানায়, ফেরিটি যখন মাঝনদীতে তখন একটি ট্রাক স্টার্ট নেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ ৫টি যান নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ইএ