পাবনায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণ

পাবনায় নতুন বই বিতরণ
এখন জনপদে
20

পাবনায় নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দোয়া হয়েছে নতুন পাঠ্যবই। তবে এবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় বই উৎসব হয়নি। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি বেসরকারি ও কিন্ডারগার্টেনের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই বিতরণ করা হয়।

সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এসে নতুন বই সংগ্রহ করে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

জেলা শিক্ষা কর্মকর্তা আরশাফুল কবির জানান, নতুন এই বছর সরকারি বেসরকারি ও কিন্ডারগার্টেন সহ ১ হাজার ৮২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ লাখ ৪৩ হাজার ২৪১ পিচ বই ৩লাখ ৭২ হাজার ৭৫৩ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। তবে তিন দিনের রাষ্ট্রীয় শোক হওয়াতে জেলায় কোন বই উৎসব হয়নি।

ইএ