নতুন বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে উচ্ছ্বসিত
এখন জনপদে
1

নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। অনেকেই নতুন বছরের প্রথম দিনেই বই পাওয়ায় আনন্দের অনুভূতি জানায়।

এ সময় অভিভাবকরা বলেন, ‘বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং শিক্ষার মান উন্নত হবে।’

আরও পড়ুন:

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে।

উল্লেখ্য, সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বছরের প্রথম দিনে বই বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে আলাদা অনুভূতি তৈরি হয়।

এএম