পরিদর্শন শেষে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতি দেশ, এ দেশ সকল ধর্ম বর্ণ মানুষের দেশ, সম্প্রীতির দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।’
মাজারের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আগের পুলিশের মনোবল বেড়েছে মাজারে নিরাপত্তা জোরদার করছে, মানুষও সচেতন হচ্ছে।’
আরও পড়ুন:
গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাই সবাই দলবলে যেয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবো, বাংলাদেশে আর যাতে ফ্যাসিষ্ট তৈরি না হয়। বাংলাদেশের যাতে সব মানুষের অধিকার অক্ষুন্ন থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর না দেখতে না পাই আমারা।’
সব দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড সমান আছে বলে জানান প্রেস সচিব। বলেন, ‘নির্বাচনের আগে এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এখনো ভালো নির্বাচনি পরিবেশ রয়েছে, দু’একজন লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট বড় সব দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড সমান আছে।’
তিনি বলেন, ‘দৃশ্যমান এমন কিছু ঘটেনি যে যাতে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। খালেদা জিয়ার মৃত্যু জন্য জাতীয় শোক প্রকাশ করা হয়েছে, অনেকে শোক বইয়ে সাইন করে এসেছে, এটা দেখে দু’একজন লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।’





