২২ বছর পর আফ্রিকা নেশন্স কাপের সেমিফাইনালে মরক্কো

মরক্কোর খেলোয়াড়দের উদযাপন
ফুটবল
এখন মাঠে
0

দেশের সমর্থকদের সামনে ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্স জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে স্বাগতিক মরক্কো। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা।

রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার দর্শকের সামনে প্রথম গোল করেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। চলতি আসরে এটি তার পঞ্চম গোল। আফকনের এক আসরে মরক্কোর হয়ে সর্বোচ্চ। দ্বিতীয়ার্ধে ইসমাইল সাইবারির গোলে জয় নিশ্চিত করে মরক্কো।

আরও পড়ুন:

২২ বছর পর সেমিফাইনালে উঠলেও পা মাটিতে রাখার বার্তা দিয়েছেন কোচ ওয়ালিদ রেগ্রাগুই। আলজেরিয়া ও নাইজেরিয়া ম্যাচের জয়ীর বিপক্ষে খেলবে তারা।

অন্য কোয়ার্টার ফাইনালে দশজনের মালিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেনেগাল। একমাত্র গোলটি করেন ইলিমান এনদিয়ায়ে।

এফএস