সুনামগঞ্জের ছাতকে ১৪৪ ধারা জারি

ছাতক থানা, সুনামগঞ্জ
এখন জনপদে
0

সুনামগঞ্জের ছাতকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এ ১৪৪ ধারা জারি করেন।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, ছাতকের জাউয়া বাজারের কোনাপাড়া গ্রামে আগামী (১২ জানুয়ারি) সোমবার একই গ্রামের দুই পক্ষ কোনাপাড়া গ্রামের মাঠে মিনিবার ফুটবল খেলার আয়োজন করে। এ খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

আরও পড়ুন:

খেলাকে কেন্দ্র করে যেকোনো সময় এ গ্রামে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। ফলে শুক্রবার দুপুর থেকে শুরু করে আগামী (১৩ জানুয়ারি) মঙ্গলবার পর্যন্ত এ গ্রামের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হলো।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বিধায় কোনাপাড়া গ্রামের মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

এএইচ