বিচারের দীর্ঘসূত্রিতার কারণে আক্রমণকারীরা উৎসাহ পাচ্ছে: আইজিপি বাহারুল

আইজিপি বাহারুল আলম
এখন জনপদে
0

মামলার জট ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে আক্রমণকারীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

এছাড়া আসামি ধরার পর এলাকায় মানুষ থানা ঘেরাও করলে কিভাবে আইনশৃঙ্খলা ধরে রাখা যাবে, এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি।

আইজিপি বলেন, ‘মামলার জট ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে আক্রমণকারীরা উৎসাহ পাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই আগস্টের পরে একই ধর্মের মধ্যেও সংখ্যালঘু সৃষ্টি করা হয়েছে। নানান তরিকা ও মাজারের ওপর হামলা হয়েছে যে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।’

বক্তব্যে বিগত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার সমালোচনা করে বাহারুল আলম বলেন, ‘বিগত দিনে পুলিশ অনেক গণবিরোধী কাজ করেছে, সেখান থেকে ফিরিয়ে এনে মনোবল ফেরানোর চেষ্টা করা হচ্ছে।’

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান বাহারুল আলম। বলেন, ‘নির্বাচনে কাজ করবে দেড় লখ পুলিশ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশকে দেয়া হবে বডি ক্যামেরা।’

এএইচ