রাঙামাটির পিকআপ উল্টে নিহত ২, আহত ১

দুর্ঘটনাগ্রস্ত পিকআপ
এখন জনপদে
0

রাঙামাটির কামিলাছড়িতে কাঠভর্তি পিকআপ উল্টে দু’জন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পিকআপ চালক ও সহকারী পালিয়ে যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন— জেলার সদর উপজেলার মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এ ঘটনায় আহত আরেক শ্রমিক বিনয় চাকমাকে (৩৫) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তা পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই তিনজন গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় চাকমা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন:

রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৃশা চাকমা বলেন, ‘দুর্ঘটনায় পড়া দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় পড়া পিকআপটির চালক মো. লিটন ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা ও আইনি প্রক্রিয়া চলছে।’

এসএইচ