বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড

হুতল ভবন ও স্কুলে আগুন
এখন জনপদে
0

বরিশালে একটি বহুতল ভবনের এসি ও একটি স্কুলের জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন্স রোডের বিএস টাওয়ার ও বান্দ রোডস্থ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের জেনারেটরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে। ৯৯৯ নম্বরে ফোন করা হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান শিক্ষকরা।

আরও পড়ুন:

‎এদিকে নগরীর পুলিশ লাইন্স এলাকার বিএস টাওয়ারের সপ্তম তলার একটি পার্লারের কার্নিসে রাখা এসি থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানান, উভয় ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এফএস