অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সুনামগঞ্জ
অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীরা। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়া এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে তারা মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) সকাল ৮ থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করছেন মেডিকেলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

চতুর্থ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ‘২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, পরিবহন, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকাল সুবিধা, লোকবল সংকট থাকায় শিক্ষার্থীদের দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।’

এদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচিস্থলে আসেন মেডিকেলের প্রিন্সিপাল ডা. মোস্তাক আহমেদ ভূঁইয়া। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের দুই দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে। সেই সাথে তাদের দ্রুত ক্লাসে ফেরানোর চেষ্টা চলছে।’

এএইচ