রাবিতে শিক্ষক-কর্মকর্তাদের দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘট

রাজশাহী
শিক্ষক-কর্মকর্তাদের দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘট
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

সব বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ (রোববার, ১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান ধর্মঘট করেন।

অধিকার আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে কর্মসূচিতে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা আমাদের অধিকার। আমাদের সন্তানরা সব শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আমরা ১ শতাংশ নয়, ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক অধিকার বহাল চাই। 

তারা বলেন, আমাদের পিওনরা গেট-দরজা খুলবে না, ক্লাস-পরীক্ষা বন্ধ হবে। আমরা কোনো অফিসে বসব না। দেখি আপনারা কাদেরকে দিয়ে কাজ করান। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন তারা।

আরও পড়ুন:

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম জানান, আগামীকাল সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ধর্মঘট পালনসহ ১৯ আগস্ট পূর্ণ দিবস ধর্মঘট পালন করা হবে। এসময় একাডেমিক কার্যক্রমসহ ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলবে।

এর আগে, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাবির প্রশাসন ভবনে তালা মেরে দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

এসএইচ