খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আযহার পর থেকেই মোকামে ধানের আমদানি কম হওয়ায় বাড়তে থাকে দাম। মূলত বৈরি আবহাওয়ার কারণে মোকামে ধানের আমদানি কমিয়ে দেন ব্যবসায়ীরা। এছাড়া কৃষকরাও দাম বাড়ার অপেক্ষায় থাকায় বাজারে ধান ছাড়েননি। এর ফলে সংকটের কারণে বাড়তে থাকে ধানের দাম। যার প্রভাব পড়ে চালের বাজারে। বর্তমানে মোকামে বিআর-২৮ জাতের ধান প্রতি মণ কেনাবেচা হচ্ছে ১ হাজার ৪৪৯ টাকায়। বিআর-২৯ ধান ১ হাজার ৩৫০ টাকা এবং মোটা ধান কেনাবেচা হচ্ছে ১ হাজার ১৫০ টাকা দামে। যা গেলো কয়েকদিনের তুলনায় ২০-৩০ টাকা কম।
এদিকে, নতুন করে বাড়েনি চালের দাম বর্তমানে ৫০ কেজির প্রতি বস্তা বিআর-২৮ জাতের চাল ২৮৬০ টাকা এবং বিআর-২৯ জাতের চাল প্রতি বস্তা কেনাবেচা হচ্ছে ২ হাজা ৭৬০ টাকা দরে।
আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ জানান, ধানের দাম বাড়ার কারণে চালের দামও ঊর্ধ্বমুখী ছিল। তবে আপাতত চালের দাম আর বাড়বে না। বাজার স্থিতিশীল হচ্ছে। এখন ধানের বাজারদর নিয়ন্ত্রণে থাকলে চালের দরও কমবে।