ঈদের আগ মুহূর্তে সিলেটে সবজির দাম ঊর্ধ্বমুখী

সিলেটে একটি সবজির বাজার
বাজার , কাঁচাবাজার
এখন জনপদে
0

ঈদের আগ মুহূর্তে সিলেটে কিছুটা বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে লেবু, শসা ও টমেটোর দাম। এছাড়াও সিলেটের বিখ্যাত সাতকরার দামও বেড়েছে তুলনামূলক ভাবে।

আজ (শুক্রবার, ৬ জুন) বাজার ঘুরে দেখা যায়, বাজারে শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা দরে, টমেটো বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, পেঁপে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৪৫ থেকে ৬০ টাকা কেজি দরে।

এছাড়াও খুচরা বাজারে কাঁকরোল বিক্রি করা হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি করা হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।

কোরবানির ঈদ আসলে যে জিনিসের চাহিদা সিলেটে অনেক বেশি বাড়ে সেই সাতকরা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা হালি দরে।

এদিকে ঈদকে সামনে রেখে দাম বেড়েছে লেবুরও। সপ্তাহ ব্যবধানে হালি প্রতি ১০ টাকা বেড়ে ৩০ টাকায় বিক্রি হচ্ছে লেবু। এছাড়াও ধনেপাতা বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।

বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ঈদের আগের আমদানি কিছুটা কম থাকায় কিছু কিছু সবজির দাম বেড়েছে। তবে সার্বিকভাবে দাম স্বাভাবিক রয়েছে বলে জানান তারা।

ক্রেতারা বলছেন, ঈদের দিন সালাদের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছেন। তবে, অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি রয়েছে বলে জানান ক্রেতারা।

এএইচ