রাজশাহীর কোর্ট বাজারে দেখা যায় বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় অনেক পণ্যের দাম কেজি প্রতি ৫-৭ টাকা কমেছে। বিভিন্ন সবজির মধ্যে পটলের দাম ২৫ থেকে কমে ২০ টাকা হয়েছে। অন্যদিকে ঢেঁড়স ২৫ থেকে ২০ টাকা, আলু ২২ থেকে ২০ টাকা, বরবটি ৩০ থেকে কমে ২৫, ঝিঙ্গা ৩০ থেকে কমে ২৫ টাকা হয়েছে।
তবে বেগুনের দাম ৪০ থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা, করল্লা ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা থেকে একলাফে বেড়ে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দাম বেড়েছে। বিশেষ করে চাষের মাছের দাম বেড়েছে। বর্তমানে বাজারে মাছের দাম (কেজি প্রতি) রুই (১ কেজি সাইজ) ২৬০-২৭০ টাকা, কাতলা (২ কেজি সাইজ) ৩৩০-৩৮০ টাকা, মৃগেল ২৫০-২৬০ টাকা, পাঙ্গাশ ১৭০-১৮০ টাকা, তেলাপিয়া বড় ২০০, ছোট ১১০ টাকা, সিলভার কার্প ২০০-২২০ টাকা, কই ২৪০ টাকা, দেশি মাছ ৩০০-৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
গত সপ্তাহের তুলনায় মুরগির মাংসের দামেও বেড়েছে ১০-২০ টাকা কেজি প্রতি। ব্রয়লার মুরগি ১৬০ টাকা থেকে বেড়ে এখন ১৯০-২০০ টাকা, সোনালি মুরগি ২৭০ থেকে বেড়ে ২৮০ টাকা, দেশি মুরগি ৫৪০ থেকে বেড়ে ৫৫০ টাকা হয়েছে। তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংস। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা পর্যন্ত এবং ছাগলের মাংস প্রতি কেজি ১১০০ টাকা বিক্রি হচ্ছে।
বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি এলেও মাছ ও মুরগির মাংসের দামে লাগাম টানতে না পারায় সাধারণ ক্রেতারা কিছুটা বিপাকে পড়ছেন। ব্যবসায়ীরা জানান, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে আরও ভারসাম্য ফিরবে।