‎টানা ২ দিনের বর্ষণ শেষে বরিশালে বৃষ্টির তীব্রতা কমেছে

ভারী বর্ষণে বরিশাল নগরীতে জলাবদ্ধতা
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
এখন জনপদে
0

বরিশালে টানা ২ দিন ধরে ভারী বর্ষণের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সকাল থেকে নগরীতে কখনো রোদ কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। অন্যদিকে গত ২ দিনের ভারী বৃষ্টির ফলে নগরীর যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমে গেছে।

বেশিরভাগ সড়কের পানি পুরোপুরি নেমে গেলেও কিছু নিচু জায়গায় এখনো অল্প বিস্তর জলাবদ্ধতা রয়েছে। তবে এর কারণে খুব একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না নগরবাসীকে।

এএইচ