আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। অন্যদিকে গত ২ দিনের ভারী বৃষ্টির ফলে নগরীর যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমে গেছে।
বেশিরভাগ সড়কের পানি পুরোপুরি নেমে গেলেও কিছু নিচু জায়গায় এখনো অল্প বিস্তর জলাবদ্ধতা রয়েছে। তবে এর কারণে খুব একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না নগরবাসীকে।