রাজধানীতে জাল নোট তৈরির কারখানায় সেনা অভিযান, গ্রেপ্তার ১

রাজধানীতে জাল নোট তৈরীর কারখানায় সেনা অভিযান
অপরাধ
0

রাজধানীর পল্লবীর একটি জাল নোট তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ (বুধবার, ২৮ মে) প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় কাফরুল সেনাক্যাম্প থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৯৭ হাজার টাকার জাল নোট‌ এবং জাল নোট তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। জানা গেছে, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে এসব জাল নোট প্রস্তুত করা হচ্ছিল।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী আরো জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বাহিনীটি কঠোরভাবে অভিযান পরিচালনা করছে।

যেকোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএইচ