ফরিদপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহগনি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
এখন জনপদে
অপরাধ
0

ফরিদপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিরব শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ২৯ মে) রাতে শহরতলীর বায়তুল আমান কোলপাড়ে ফসলি জমির মাঝে অবস্থিত একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নিরব শেখ পেশায় ইলেকট্রিক মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। সে পার্শ্ববর্তী বিল মামুদপুর গ্রামের রেজাউল শেখের বড় ছেলে।

জানা যায়, গত ২৬ মে দুপুর আড়াইটার দিকে নিরব শেখ বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন নিরব শেখের বাবা রেজাউল শেখ।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা বায়তুল আমান কোলপাড়ের ফসলি জমির মাঝে অবস্থিত একটি মেহগনি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিরবের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিরব শেখের বলে শনাক্ত করেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান নিশ্চিত করে জানান ময়না তদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস