অভিযোগে বলা হয়, ২৭ মে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের আমলে বিচারের নামে প্রহসন সম্পর্কে ফাইয়াজের এক পোস্ট ঘিরে তাকে ফ্যাসিবাদি কায়দায় ট্যাগিং করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।
আবরার ফাইয়াজ জানান, তার ভাই আবরার ফাহাদের হত্যাকে বৈধতা দেয়ার চেষ্টা করছে একটি মহল। এর জেরেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তারা।
তিনি বলেন, ‘এমন আক্রমণাত্মক পোস্টের কারণে আমি ও আমার পরিবাবারের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করি।’
এসময় তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিও জানান।