গতকাল শনিবার (৩১ মে) দিবাগত রাতে কুমিল্লা হতে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার দিবাগত রাতে বিভিন্ন যানবাহনে তল্লাশী করার সময় সন্দেহজনক মনে হওয়ায় একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলেও চালক না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে কাভার্ড ভ্যানটি আটক করে চালককে পালানোর কারণ জিজ্ঞাসা করা হলে সে ভেতরে থাকা শুল্ক ও কর ফাঁকি দেয়া ভারতীয় শাড়ি এবং থ্রি-পিসের কথা স্বীকার করে। পরে কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩ হাজার ৬১৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৫৪ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়।
র্যাবের কাছে চালক জানায়, জব্দ কাভার্ড ভ্যানের মালিক আরিফ মজুমদার শনিবার বিকেলে তার লোকবল দিয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানাধীন কাঠেরপুল ভারতীয় সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসগুলো গাড়িতে লোড করে দেয়। পরে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকারের মাধ্যমে পহারা দিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় সে। কাভার্ড ভ্যানের মালিক আরিফ মজুমদার ও ম্যানেজার খোরশেদসহ অজ্ঞাতনামা আরো ২ থেকে ৩ জনের সহায়তায় দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী অবৈধভাবে কুমিল্লা বর্ডার এলাকা হতে বাংলাদেশে আনা হচ্ছিল।
এই ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে বলে জানায় র্যাব।