বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুন (মঙ্গলবার) বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে দুলালকে গরু বিক্রির প্রলোভন দেখিয়ে সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে আটকে রাখে। দেশটির ৫-৬ জন নাগরিক তাকে নিয়ে যায়।
এরপর মঙ্গলবার (১০ জুন) বিজিবি স্থানীয় সোর্সের মাধ্যমে অপহরণকারীদের সাথে যোগাযোগ করে জানতে পারে যে, বর্ণিত অপহৃত ব্যক্তি পোয়ামুহুরী বিজিবির বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় আছে।
এরই ধারাবাহিকতায় আজ (বুধবার, ১১ জুন) দুপুরে বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার হারুণ অর রশীদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে সীমান্ত সড়কের ৭৮ দশমিক ৫ কিলোমিটার নামক এলাকা দিয়ে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়।
পরবর্তীতে আজ দুপুর সোয়া দুইটায় বিজিবির পোয়ামুহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধারকৃত ব্যক্তিকে নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি