ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া
উদ্ধারকৃত ইয়াবাসহ বিজিবি সদস্যরা
এখন জনপদে
অপরাধ
4

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৬ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) সকালে উপজেলার নোয়াবাদী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এ সব ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

এছাড়াও একই উপজেলায় পৃথক অভিযানে ১ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল নোয়াবাদী এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে ভারতীয় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে লক্ষ্মীপুর বিওপির টহল দল গতকাল রাতে বিজয়নগর উপজেলার জলিলপুর এলাকা থেকে ভারতীয় ১ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫১ লাখ ৪ হাজার ৫০০ টাকা। এসব ইয়াবা ট্যাবলেট ধ্বংসের জন্য ২৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হয়েছে।


এএইচ