বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক।
তিনি বলেন, ভারত থেকে অবৈধভাবে দেশে মাদক প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের বিজিবির একটি টহল দল স্টেশন এলাকায় ওঁতপেতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ৬ হাজার ৩৬০ পিছ নেশা জাতীয় ইনজেকশন অ্যাম্পল, ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ৯ লাখ ৪০০ টাকা।