আটক টিটু লাল (৫০) নারায়ণগঞ্জের বন্দর একরামপুর এলাকার সুইপার কলোনির শুক্কুর লালের ছেলে।
নারায়ণগঞ্জ বন্দর থানার উপ-পুলিশ পরিষদ (এসডিপিও) টিপু বলেন, ‘গোপন সংবাদ পেয়ে সুইপার কলোনিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে একজন মাদক বিক্রেতাকে আটক করে। পরে তার দেয়া তথ্যে তল্লাশি চালিয়ে ইয়াবা, দেশি মদ, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ; বেশ কিছু মোবাইল ও দেশিয় অস্ত্র জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’