আটক দুইজন হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।
পুলিশ জানায়, ঈদের আগে ভুক্তভোগী ছাত্রীকে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে গিয়ে অচেতন করে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়। অভিযোগের ভিত্তিতে একজনকে ক্যাম্পাস থেকে এবং অপরজনকে সুরমা এলাকা থেকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।