এর আগে, গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত ১০টার দিকে ঢাকার সাভার উপজেলার ব্যাংক কলোনি এলাকা থেকে দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে থাকা এ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কাজী আহসান তাকবীর পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার দৈহাড়ী এলাকার মৃত মোশারফ কাজীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার কাজী আহসান তাকবীর সাভার থানার একটি হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
চলতি বছরের ১৬ জানুয়ারি সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় দেয়। এছাড়াও তার বিরুদ্ধে সাভার থানায় হত্যা ও বেআইনি অস্ত্র রাখার দায়ে মামলাসহ একাধিক মামলা চলমান আছে।
এএসপি মাজহারুল হক জানান, ‘হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাজী আহসান তাকবীরকে গতকাল রাত ১০টার দিকে গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-৩ ও সিপিসি-২ যৌথ অভিযান চালিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীকে পিরোজপুরের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।’