ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, যৌথ অভিযানে একটি পিস্তল ও ম্যাগজিন, চারটি লাইটার পিস্তল, দুই কেজি গাঁজা, ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি খালি মদের বোতল, তিনটি চাইনিজ কুড়াল, ১৬টি ধারালো দেশিয় অস্ত্র এবং নয়টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
তিনি জানান, এ সময় মো. ফরহাদ ইসলাম ওরফে কুটি (৩৮) নামের একজনকে আটক করে যৌথবাহিনী। তিনি ওই বাড়ির মালিক হেলাল উদ্দিনের ছেলে।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে উদ্ধারকৃত অস্ত্র-মাদকসহ গ্রেপ্তারকৃত ফরহাদ ইসলাম কুটিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ ইসলাম কুটি দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ ছিল। যৌথ বাহিনীর এমন অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।