চোরাই পথে আনা ২৭৬ বোতল মদের আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা। আজ বিকেল ৩ টায় বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, শেরপুরের হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করছে। এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করে বিজিবি। পরে তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা আমদানি নিষিদ্ধ মদ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।