ইভিএমে তিন হাজার কোটি টাকা নষ্ট: ইসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ দুদকের

নির্বাচন কমিশন, ইভিএম ও দুদকের লোগো
অপরাধ
0

বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে রাষ্ট্রের তিন হাজার কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগ অনুসন্ধানে নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

তলবে হাজির হয়েছেন, নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার ও ওই সময়ের সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন। এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের ৬ জনকে তলব করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে দেড় লাখ টাকার ইভিএম ক্রয় করে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকা কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধানে দুদক অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছে।

এএইচ