রাউজানে গুলি করে যুবদল কর্মীকে হত্যা

কক্সবাজার
দৃর্বৃত্তের গুলিতে নিহত ছাত্রদল কর্মী মো. সেলিম
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে মো. সেলিম নামে এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। আজ (রোববার, ৬৫ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার কদলপুরে এ ঘটনা ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম সকালে এক আত্মীয়ের জানাজা শেষে মোটরবাইকে স্ত্রী-কন্যাসহ বাড়ি ফিরছিলেন। কদলপুরে ঈষাণ ভট্রের হাটে পৌঁছালে হঠাৎ একটি সিএনজি থেকে কয়েকজন যুবক নেমে তাকে মাথায় গুলি করে। সিএনজিতে থাকা যুবকরা বোরকা পরিহিত ছিল বলে জানায় তার স্ত্রী।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সেলিম দীর্ঘদিন ধরে এলাকায় ছিলেন না।

সম্প্রতি এলাকায় আসলে আধিপত্য নিয়ে অপর একটি গ্রুপের সাথে বিরোধ বাধে বলে জানায় স্থানীয়রা। তার মরদেহ রাউজান থানায় নেয়া হয়েছে। ঘটনা তদন্ত ও মামলাসহ পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।

এএইচ