আরিচা ফেরিঘাটে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মানিকগঞ্জ
১৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাট এলাকা থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী সহযোগী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ (রোববার, ৬ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম বিপ্লব ত্রিপুরা ওরফে হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ (২৭)। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার গাড়িটানা গ্রামে। পলাতক আসামির নাম মোসা. নার্গিস আক্তার। তিনি পাবনার সুজানগর থানার সৌক্ষেতুপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুলাই) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানার একটি দল আরিচা ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশির জন্য থামানো হলে একজন যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

পরে তার দেহ তল্লাশি করে আন্ডারওয়্যারের ভেতর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১৮০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৪০ হাজার টাকা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বিপ্লব ত্রিপুরা টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে পাবনার সুজানগর থানার সৌক্ষেতুপাড়া গ্রামের বাসিন্দা পলাতক আসামি মোসা. নার্গিস আক্তারের কাছে সরবরাহ করতে যাচ্ছিলেন। তাদের দুইজনের বিরুদ্ধে শিবালয় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক নারী আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এএইচ