পদ্মা নদীতে বালু উত্তোলন: দুইজনের জেল, লাখ টাকা জরিমানা

বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ট্রাক
এখন জনপদে
অপরাধ
0

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং আরো দুইজনকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ৬ জু্লাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন স্থানীয় প্রশাসন।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা এবং বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেনকে (৩০) এক মাস করে জেল দেওয়া হয়েছে। তারা শিলাইদহ এলাকার বাসিন্দা।

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং অপর দুইজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’ জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএইচ