হবিগঞ্জে ১৪৪ ধারা ভেঙে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক

হবিগঞ্জ
সংঘর্ষের পর রাস্তায় পড়ে থাকা ইট-পাটকেল ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দেয়া আগুন
এখন জনপদে
অপরাধ
2

হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছেন কয়েকটি গ্রামের মানুষ। ১৪৪ ধারা ভেঙে চলা এ সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন আরো শতাধিক। এ সময় বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়া অভিযোগও পাওয়া গেছে। সোমবার (৭ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সংঘর্ষ চলে।

নিহতরা হলেন, পূর্ব তিমিরপুর গ্রামের ফারুক মিয়া (৪৫) ও আনমনু গ্রামের লিমন মিয়া (৩০)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার তিমিরপুর ও আনমনু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে আজ বিকেলে আনমনু ও তিমিরপুর গ্রামবাসী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুনরায় সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন পুরো শহরে জারি করে ১৪৪ ধারা। কিন্তু ১৪৪ ধারা ভেঙে আবারো সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এ সময় আশপাশের কয়েকটি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেয়।

ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। ৫০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল ভাংচুর ও লুটপাট শেষে আগুন দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

নবীগঞ্জ থানার ওসি কামরুজ্জামান জানান, পুলিশ ও সেনাবাহিনী প্রায় দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচ