বিজিবি জানায়, আজ ভোরে শ্রীবরদির কর্ণজোড়া সীমান্তে চোরাকারবারিরা অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। এসময় সে স্থান থেকে ৬ হাজার ৪৩২পিস ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। তবে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, ‘শেরপুরের সীমানা রক্ষা এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে।’