বরগুনায় জামায়াতের কর্মীদের ওপর হামলার অভিযোগ

সন্ত্রাসী হামলার শিকার আমির বজলুর রহমান ও ওয়ার্ড কর্মী নাসিরউদ্দিন চৌধুরী
এখন জনপদে
অপরাধ
2

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী পৌর শাখার আমির বজলুর রহমান ও ২ নং ওয়ার্ড কর্মী নাসিরউদ্দিন চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯ টার দিকে পাথরঘাটা বাজারে পূর্ব মাথায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ব্যবহার করে। এতে গুরুতর জখম হন নাসিরুদ্দিন। তার পিঠে প্রায় ১৩ ইঞ্চির মতো ক্ষত হয়। আহত দুজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামী। সেখানে বলা হয়, গতকাল সন্ধ্যায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পাথরঘাটা থানায় অফিসার্স ইনচার্জের (ওসি) কক্ষে বিষয়টির মীমাংসা হলেও এ ঘটনার প্রেক্ষিতেই হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের।

এএইচ