যশোরে ১১ পিস স্বর্ণের বারসহ তিনজন আটক

স্বর্ণের বারসহ বিজিবির সঙ্গে আটক তিনজন
এখন জনপদে
অপরাধ
1

যশোরে ১১ পিস স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আজ (রোববার, ১৩ জুলাই) সকালে যশোরের বাঘারপাড়া থানাধীন ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩১৫ গ্রাম। যার মূল্য ১ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৯৩০ টাকার বেশি বলে দাবি করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার চরচারকলা গ্রামের জিল্লু মিয়ার পুত্র জীবন এলাহি, গাজীপুরের কাশিমপুর থানার পূর্ব বাগবাড়ি গ্রামের আহমদ আলীর পুত্র আবুল কালাম আজাদ ও বগুড়া জেলার শেরপুর থানার শেরপুর রানির হাট গ্রামের সুচিত্র লাল মন্ডলের পুত্র রামপ্রসাদ মন্ডল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে বিজিবি। আজ সকালে নিয়মিত টহল দল বাঘারপাড়া থানাধীন ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি করে।

এসময় আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২ জন ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে এবং ১ জন যশোর-নাভারণ হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার তাঁতি বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে ১ জন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা এবং ২ জন যশোর হয়ে চৌগাছা যাচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ