মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: পাথর দিয়ে আঘাতকারী সেই ব্যক্তি পটুয়াখালীতে গ্রেপ্তার

পটুয়াখালী
পাথর দিয়ে আঘাত করা সেই ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
1

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পাথর‌ নিক্ষেপকারীদের মধ্যে আরো একজনকে পটুয়াখালীর ইটবা‌ড়িয়া থেকে গ্রেপ্তার করেছে ডি‌বি পু‌লিশ। আজ (বুধবার, ১৬ জুলাই) বিষয়টি নি‌শ্চিত করেছেন পটুয়াখালীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার সাজেদুল ইসলাম।

অন্য আসামি গ্রেপ্তারে অভিযান চলমান থাকায় কারো নাম প্রকাশ করেনি পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যাকাণ্ডের মামলায় ৯ জন আসামি গ্রেপ্তার হলো।

এর আগে, সোমবার (১৪ জুলাই) র‍্যাব-১১ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে আলোচিত মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি মো. নান্নু কাজীকে (৩৩) নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

উল্লেখ্য, গেলো বুধবার (৯ জুলাই) বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। 

এ ঘটনায় নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) একটি মামলা করেন।

এসএইচ