ময়মনসিংহ নান্দাইলে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— মামুন মিয়া, মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং মো. জাহাঙ্গীর আলম (২৪)।
এদের মধ্যে মূল আসামি করা হয় মামুন মিয়াকে। তবে মামুন ছাড়া বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি সবাই নান্দাইল উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন:
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ময়মনসিংহ জেলার নান্দাইলের ১৬ বছরের এক কিশোরী। সে একটি সোয়েটারের গার্মেন্টসের কর্মী।
আরও জানা যায়, এজাহারে থাকা আসামি মামুন মিয়ার সঙ্গে পরিচয়ের পর কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে। এরপর ১৮ জুলাই রাতে গার্মেন্টস ছুটির পর রেষ্টুরেন্টে খাওয়ানোর কথা বলে কলাবাগানে নিয়ে যাওয়ার পর জোরপূর্বক গণধর্ষণ করা হয় তাকে।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ২২ জুলাই নান্দাইল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। পরে ময়মনসিংহের সিপিএসসি র্যাব-১৪ এর একটি আভিযানিক দল কুমিল্লার র্যাব-১১ এর সহযোগিতায় ৬ আগষ্ট কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে মামলার এজাহার ভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান জানান, মূল আসামি মামুন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।