কেয়া পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির মেট্রো পিলার ৩২২-এর বিপরীতে অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করতেন। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা-মা জানান, রাত ১টা ৫৬ মিনিটে জামাই সিফাত ফোন দিয়ে জানান, তাদের মেয়ে আত্মহত্যা করেছে। পরে তিনি বন্ধুদের সহায়তায় কেয়ার মরদেহ ঢাকা মেডিকেলে পাঠান। পরিবারের অভিযোগ, সিফাত ছিলেন বদমেজাজি এবং সামান্য কারণে স্ত্রীকে মারধর করতেন। ঘটনার পর থেকে সিফাত, তার কয়েক বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক রয়েছেন।
মিরপুর মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্বামী পলাতক থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।